বরিশাল নিউজ
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে পিরোজপুর জেলায়।
এক নজরে পাশের হারের পরিসংখ্যন:
প্রথম পিরোজপুর, পাসের হার ৬৫. ৩৮%
দ্বিতীয় বরিশাল, পাসের হার ৫৭ . ২০%
তৃতীয় পটুয়াখালী, পাশের হার ৫৫. ৭২%
চতুর্থ ভোলা, পাসের হার ৫৪ .৭০%
পঞ্চম ঝালকাঠি, পাসের হার ৫১. ৭৭%
ষষ্ঠ বরগুনা, পাশের হার ৫০, ৮৪%
এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগ থেকে ১৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছেন।
বিভাগে মোট পরীক্ষার্থী ছিল, ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। বহিষ্কার হয়েছেন ২৮ জন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন