Advertise top
শিক্ষা

এসএসসি রেজাল্ট; বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম    

এসএসসি রেজাল্ট; বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
বরিশাল শিক্ষা বোর্ড। ছবি: বরিশাল নিউজ

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে পিরোজপুর জেলায়।

 

এক নজরে পাশের হারের পরিসংখ্যন:

প্রথম পিরোজপুর, পাসের হার ৬৫. ৩৮%

দ্বিতীয় বরিশাল, পাসের হার  ৫৭ . ২০%

তৃতীয় পটুয়াখালী, পাশের হার ৫৫. ৭২%

চতুর্থ ভোলা, পাসের হার ৫৪ .৭০%

পঞ্চম ঝালকাঠি, পাসের হার ৫১. ৭৭%

ষষ্ঠ বরগুনা, পাশের হার ৫০, ৮৪%

 

এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগ থেকে ১৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

 

বিভাগে মোট পরীক্ষার্থী ছিল, ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। বহিষ্কার হয়েছেন ২৮ জন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal