বরিশাল নিউজ
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছেন ৫৬ দশমিক ৩৮ শতাংশ। পরীক্ষার এই ফলাফল দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৭০২ জন। এদের মধ্যে পাশ করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩,১১৪জন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী বলেছেন, এবছর গণিত ও ইংরেজিতে বেশি ফেল করায় পাশের হারে প্রভাব পড়েছে। বৃহস্পতিবার, ১০ জুলাই দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ফলাফল ঘোষণা করেন।
এ বছরের পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৩৯ হাজার ৫৪৮ জন ছাত্র এবং ৪৫ হাজার ১৫৪ জন ছাত্রী অংশ নেন। ১৯৪টি কেন্দ্রে তাদের পরীক্ষা গ্রহন করা হয়।
সারা দেশে আজ বৃহস্পতিবার একযোগে নয়টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন