বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে সড়ক যানজটমুক্ত করেছে পুলিশ। বরিশাল সদর উপজেলার দুর্গাপুর গ্রামে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে আজ বুধবার, ৯ জুলাই শিক্ষার্থীরা বরিশাল- ভোলা সড়ক অবরোধ করলে এই ঘটনা ঘটে।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবিতে তারা ওই আন্দোলনে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে আন্দোলন করছেন। কিন্তু সরকার তাদের দাবি মানছেন না। এ কারলে তারা আজ সড়ক অবরোধের কর্মসূচি নেন।
এতে সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলছেন, শিক্ষার্থীরা আন্দোলনের নামে সড়ক অবরোধ করে জনভোগান্তি তৈরি করে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে তাদের সড়ক ছেড়ে দিতে বলেন, কিন্তু তারা অনুরোধ রাখেননি। শিক্ষার্থীরা জানিয়ে দেন, দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। পরে পুলিশ গিয়ে একই অনুরোধ করলে তাও প্রত্যাখান করা হয়। উপরোন্ত তারা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে পানির বোতল-ইট ছুড়তে থাকেন। এরপরে তাদের লাঠিচার্জ করে সড়ক থেকে হঠিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় বলেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনার একপর্যায়ে দুপুরে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এবং আন্দোলনরতদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ আন্দোলনকারী আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা দাবি করলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন