শরীফ হোসাইন, ভোলা
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
ভোলায় প্রস্তাবিত সার কারখানা স্থাপনের লক্ষে গ্যাস সরবরাহের বিষয়ে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ’কে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে- ভোলা জেলার গ্যাসক্ষেত্র সমূহের অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুদ থেকে সম্ভাব্য ২০২৭ সাল হতে আনুমানিক ১৮ বছর গ্যাসের প্রাপ্যতা সাপেক্ষে দৈনিক ৪০-৪৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস প্রস্তাবিত সার কারখানায় সরবরাহ করা যেতে পারে।
এছাড়া গ্যাস সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর অনুমোদন সাপেক্ষে ন্যূনতম ৪০ টাকা ঘনমিটার মূল্য এবং ভবিষ্যতের প্রয়োজনের নিরিখে বর্ধিত মূল্য নির্ধারিত হলে তা প্রজোয্য হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন