বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট স্থানান্তরের দাবিতে ভুক্তভোগী রোগীদের পক্ষে সোমবার মানববন্ধন করেছেন সচেতন বরিশালবাসী।
হাসপাতালের সামনের সড়কে সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরাও অংশগ্রহন করেন।
তারা বলেন, বর্তমানে যে ভবনে মেডিসিন ইউনিট রয়েছে সেটি মুলত ওটি কমপ্লেক্স। এখানে হওয়ার কথাছিলো বিভিন্ন ইউনিটের ওটি ও প্রশাসনিক কার্যালয়। অথচ হাসপাতালের সাবেক পরিচালক ও কয়েক চিকিৎসকের হটকারি সিদ্ধান্তে পুরাতন ভবন থেকে এখানে মেডিসিন ইউনিট স্থানান্তর করা হয়। গোডাউন সদৃশ এই ভবনটি এখন মেডিসিন রোগী ও চিকিৎসকদের গলার কাটা হয়ে দাড়িয়েছে। রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার জন্য উপযোগী নয় মেডিসিন ভবন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন