Advertise top
খেলা

বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন সভাপতি

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:২১ পিএম       

বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। বিসিবি এ খবর জানিয়েছে।

 

ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন বিসিবির নতুন সভাপতি বুলবুল। বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনি তিনজনকে মনোনীত করেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।

 

এর মধ্যে পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন।

 

কমিটির ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত। ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন। প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal