Advertise top
রাজনীতি

বরিশালে জাতীয় পার্টির অফিসে হামলা-ভাঙচুর

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৯:২৫ পিএম    

বরিশালে জাতীয় পার্টির অফিসে হামলা-ভাঙচুর
বরিশালে জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর।

বরিশাল নগরীতে গতকাল শনিবার বিকেলে এদফা হামলা- পাল্টা হামলার পর রাতেই আবার  জেলা ও মহানগর জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে।

 

জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল জানান, লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে হঠাৎ করে অফিসে ভাঙচুর চালায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত আটটার দিকে গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের করে। মিছিলে তারা জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। মিছিলটি কাকলীর মোড় হয়ে ফকিরবাড়ি রোডের মুখে আসে। একপর্যায়ে তারা ফকিরবাড়ি রোডের সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালায়। কার্যালয়ের চেয়ার, টেবিল, আলমারি তছনছ করে ব্যানার ও সাইনবোর্ড ভেঙে ফেলে চলে যায় তারা।

 

এদিকে জাতীয় পার্টির মিছিলে হামলার ঘটনায় একজনকে ধরে মারধরের পর তাকে পুলিশে সোপার্দ ককে জাপা।আহত সেই  যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিরাজ হোসাইন। মিরাজ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal