Advertise top
রাজনীতি

 ‘এই সরকারের অধীনে নির্বাচনে যাব না’

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম     আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম

 ‘এই সরকারের অধীনে নির্বাচনে যাব না’

 

জাতীয় সরকার গঠন ছাড়া এ সরকারের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ (ইআবা।

তারা আন্দোলনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে ঘরে ফিরবেন বলেও ঘোষণা দেন।

 

বানারীপাড়ায় শনিবার, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের তৃণমূল প্রতিনিধি সভায় বক্তারা এ ঘোষণা দেওয়া হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি মাওলানা সিহাব উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম, প্রধান বক্তা জেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক এসএম রফিকুজ্জামান।

এছাড়াও বক্তৃতা করেন পৌরসভাপতি মো. জালিস মাহমুদ, উপজেলা সহসভাপতি হাফেজ আমিনুল হক, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আল মামুন, ইউনিয়ন প্রতিনিধি কাজী হাফিজুর রহমান, হাফেজ ওলিউল্লাহ, হানিফ।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal