বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:১৩ পিএম
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের সঙ্গে রবিবার বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার প্রথমে বিএনপির এবং জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন