Advertise top
রাজনীতি

মামলা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদ স্থগিত

বরিশাল নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:৫৭ পিএম    

মামলা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদ স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আব্দুল্লাহ।

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আব্দুল্লাহর পদ ‘প্রশ্নবিদ্ধ একটি মামলা’র অভিযোগে স্থগিত করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল।

 

বুধবার সংগঠনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ ও সদস্যসচিব এস এম ওহাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় মারজুকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

 

জুলাই আন্দোলনে হামলার ঘটনার নয় মাস পর গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ ২৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত প্রায় তিনশ’ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

 

মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিক এবং জেলে ও কৃষকসহ অনেক নিরীহকে আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মামলাটি নিয়ে নগরীতে ব্যাপক সমালোচনা হচ্ছে।

 

মারজুক আব্দুল্লাহ অবশ্য দাবি করেছেন, মামলার কোনো আসামির কাছ থেকে চাঁদা নেওয়ার ঘটনা সত্য নয়। তিনি মামলা করায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা তাকে বাহবা দিয়েছেন।
 


 

এদিকে সোমবার,১৯ মে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ দাবি করেছেন,এ মামলা ও চাঁদাদাবির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির অন্য নেতারা কোনোভাবে জড়িত নয় । তিনি বলেন, ‘যিনি এই মামলা দায়ের করেছেন তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে, তারা তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal