Advertise top
রাজনীতি

আমু-সাদিক-খোকনসহ ২৪৭ জনের নামে মামলা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৪৯ পিএম    

আমু-সাদিক-খোকনসহ ২৪৭ জনের নামে মামলা
আমির হোসেন আমু, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ।

বরিশালে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে সাড়ে নয় মাস পর আওয়ামী লীগের ২৪৭ জন নেতাকর্মী নামে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।

 

নগরীর কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার,১৫ মে ওই মামলা করা হয়।

 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. মারযুক আব্দুল্লাহ মামলাটি করেছেন।  মামলায় বরিশাল ও ঝালকাঠি জেলার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলায় সাংবাদিকও রয়েছেন দুইজন।

 

আসামিদের বিরুদ্ধে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্র-জনতার ওপর ইট-পাটকেল ও ককটেল-বোমা নিয়ে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

 

আসামিদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন মহাজোটের সমন্বয়ক আমির হোসেন আমু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,  সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

 

সাংবাদিক দুইজন হলেন,দীপ্ত টিভি বরিশাল ব্যুরো প্রধান মতুর্জা জুয়েল ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান খান মাইনউদ্দিন।  


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal