Advertise top
রাজনীতি

মেয়র প্রত্যাশী শায়েখে চরমোনাই এর মামলা খারিজ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৪:২৩ পিএম     আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৩১ পিএম

মেয়র প্রত্যাশী শায়েখে চরমোনাই এর মামলা খারিজ
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি বরিশাল নিউজ

 

বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘোষণা দেওয়ার আবেদন জানিয়ে দায়ের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।

 

বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান সোমবার, ৫ মে দুপুরে এই আদেশ দেন।
 


 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আইনজীবী আবদুল্লাহ নাসেরের বরাত দিয়ে দলের মহানগর  সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাইস বরিশাল নিউজকে বলেন, ‘বিচারক আদালতে বসে বলেছেন, ‘মামলা খারিজ। কোন বক্তব্য শুনবো না। আদেশ লিখে এনেছি।’ কারন হিসেবে তিনি জানান, বিলম্বে মামলা করায় ওই আদেশ দেন তিনি।

 

নাসির উদ্দিন নাইস আরো বলেন, তামাদি মামলা গ্রহনের একতিয়ার রয়েছে বিচারকের। চট্টগ্রাম সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও কুষ্টিয়া পৌর মেয়র পদে তিনপ্রার্থী মামলা করে ন্যায়বিচার পেয়েছেন। তাই আদালতের ওপর ভরসা রেখে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এখন ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবো।

 

মেয়র পদপ্রত্যাশী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের ভাই।  

 

মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের হলে তা গ্রহণযোগ্য হতো। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর।

 

মেয়র দাবিতে গত ১৭ এপ্রিল মামলা দায়ের করেন ইসলামি আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এরপর ২০ ও ২৫ এপ্রিল দুই দফা শুনানী অনুষ্ঠিত হয়। একই সাথে দলের নেতাকর্মীরা নগরীতে মিছিল ও সমাবেশ করেন। ২৫ এপ্রিল শুনানী চলাকালে আদালতের সামনে অবস্থান কর্মসূচি নেন দলের অনুসারীরা। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। সেদিন মামলার শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করা হলে আদালতের বাইরে আবারো বিক্ষোভের ঘোষণা দেন ফয়জুল করীমের অনুসারীরা।


তবে সে সিদ্ধান্ত থেকে সরে যায় দলটি। শনিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ফয়জুল করীম। তিনি বলেন, সোমবার রাজপথে না নামার জন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি। আদালত অবমাননা হয়, আমরা এমন কিছু করতে চাই না।

 

মামলার নির্ধারিত আজকের দিনে মামলাটি খারিজ করে দেন বিচারক।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন নৌকা প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal