বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১১:২৩ পিএম আপডেট : ১১ মে ২০২৫, ১১:৫৫ এএম

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন গত ২০ বছরে কোনো নির্বাচন করেনি। এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু তাও আমরা জানি না। এ কারনে স্থানীয় প্রশাসন নির্বাচন করার মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা যাচাই করার একটা সুযোগ আছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ফুয়াদ বলেন, বাংলাদেশে কোথাও এখন কোনো নির্বাচিত সরকার নেই। এর ফলে প্রত্যেকটি সেক্টরে সেবা অলমোস্ট ব্রেকডাউন করেছে। এই রিয়েলিটি আমরা ৭১ এর যুদ্ধের সময়ও দেখিনি।
মানবিক করিডোর প্রসঙ্গে ফুয়াদ বলেন, দিন শেষে মানবিক করিডোর আর মানবিক থাকে না, অমানবিক, সামরিক হয়ে যায়। গৃহযুদ্ধ তৈরি হয়। আমার ভূ-রাজনীতি, আমার অর্থনীতি বিবেচনা করতে হবে, সেই সাথে আমি এখানে পরাশক্তির খেলার ফুটবল হতে পারব না। এ জায়গায় আমরা বোধ করি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার।

শনিবার,৩ মে দুপুরে বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রমের বিষয়ে নাগরিক সমাবেশ ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন