Advertise top
রাজনীতি

 ‘আওয়ামী কর্মী’ পরিচয়ে বাস্তুহারা দল নেতা কারাগারে

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম    

 ‘আওয়ামী কর্মী’ পরিচয়ে বাস্তুহারা দল নেতা কারাগারে
বাস্তুহারা দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন মনির। ফাইল ফটো।

বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় ‘আওয়ামী লীগ কর্মী’ সাখাওয়াত হোসেন মনিরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

তবে গ্রেপ্তারের তিন দিন পরে জানা গেল মনির উপজেলা বাস্তুহারা দলের আহ্বায়ক কমিটির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক।

 

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা সাখাওয়াত হোসেন মনির ১৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতের ভাই বাদল সিকদার বলেন, দুপুর ১২টার দিকে ফাঁড়ির এক এসআই গাড়ি নিয়ে এসে দোকানে বলে ওসি স্যার আপনাকে ডেকেছে। কারণ জানতে চাওয়ায় সে খুব উত্তেজিত হয়ে যায় এবং হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে বলে। পরে সেই এসআইয়ের গাড়িতে চড়ে থানায় গেলে বিকেলে জানতে পারি তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে গ্রেপ্তার করেছে। তিনি আরো বলেন, আমার ভাইতো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের দায়ের করা মামলায় সে আসামি, জেল খেটেছে। পুলিশ এসে কিছু না বলে, কোন অভিযোগের কথা না জানিয়ে আওয়ামী লীগ সাজিয়ে কারাগারে পাঠিয়ে দিল।

 

জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল জেলার আহবায়ক মিলন মুন্সী বলেন,পুরো ঘটনাটি একটি চক্রান্ত। একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য পুলিশ চক্রান্তের অংশ হয়ে বাস্তুহারা দলের নেতাকে আওয়ামী লীগের কর্মী সাজিয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর রেজাউল ইসলাম বলেন, সাখাওয়াত হোসেন মনিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে বেড়িয়ে আসবে তার সর্ম্পকে। রাজনৈতিক মামলাটি অনেক বড় একটি মামলা। তবে এটুকু বলব, মামলায় কেউ হয়রানির শিকার হবেন না।

 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ দেখেছি যে সাখাওয়াত হোসেন মনির আওয়ামী লীগের কর্মী। সে আসলে কোন দলের তা তার ব্যক্তিগত ব্যাপার।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal