বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সংস্কার, নির্বাচন ও বিচারের সম্মিলিত একটি রোডম্যাপ আমরা চাই। আমাদের নির্বাচনের প্রয়োজন আছে সংস্কারে জন্য, সংস্কারের প্রয়োজন আছে নির্বাচনের জন্য। আবার সুষ্ঠ বিচার নিশ্চিতের মাধ্যমেই এই দুটোর বাস্তবায়ন হবে। অতএব সম্মিলিত ঐক্যমতের কোনো বিকল্প নাই।’
বরিশাল প্রেসক্লাবে বৃহস্পতিবার বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘জুন-জুলাইতে বাংলাদেশের আকাশে নতুন এক নক্ষত্র এসে হাজির হয়েছে। তারা হচ্ছে তরুণ যুবক, শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির ছেলেমেয়েরা। যারা একটা বড় আন্দোলনে ত্যাগ করেছে। এই দুটি অংশেরই নিজস্ব দাবি আছে। রাজনৈতিক দলগুলো বার বার বলে আসছে ১৬-১৭ বছর ধরে– আমরা ভোট চাই নির্বাচন চাই। পাশাপাশি দেয়ালে দেয়ালে লেখা তরুণদের যে আকাঙ্ক্ষা ভিন্ন। দুইটাই কিন্তু মর্যাদার জায়গায় সমান। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাগুলো ন্যায্য, সংস্কারের যে আলাপগুলো তরুণরা তুলছে সেটাও ন্যায্য।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন