বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানিয়েছেন, শনিবার, ২২ মার্চ পিরোজপুরের কাপুড়িয়া পট্টি এলাকার ব্রাক ব্যাংকের চতুর্থ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের এবং মিলন শিকদার পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের বাসিন্দা। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, গতকাল রাতে পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার,২১ মার্চ দুপুরে পিরোজপুর সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বির মাহমুদ সানিসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাই করে। এ ঘটনায় শুক্রবার রাতে হামলার স্বীকার প্রজেক্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলায় রূপ নেয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান অভিযোগ করে বলেন, হঠাৎ তারা এসে হামলা চালায়। তাদের হাতে হামার, চাইনিজ, কুড়াল রড ছিল তাই দিয়ে জিনিসপত্র ভাঙা শুরু করে। আমাকে মারধর শুরু করে। আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং শ্রমিকের বেতনের জন্য থাকা পাঁচ লাখ টাকা নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন