বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম
বাস শ্রমিকদের সঙ্গে থ্রি-হুইলার শ্রমিকদের মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এর প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
শনিবার, ৮ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, থ্রি-হুইলারে যেন যাত্রী নিতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে চেকপোস্ট বসায় রূপাতলী বাসমালিক সমিতি। এ নিয়ে থ্রি-হুইলার চালকদের সঙ্গে বেলা সাড়ে ১০টার দিকে বিরোধ তৈরি হয়। বেলা ১১টার দিকে বাস ও থ্রি-হুইলার চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
খবর পেয়ে উভয় পক্ষের সংঘর্ষ থামাতে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় থ্রি-হুইলার চালকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে শিক্ষার্থীদের অভিযোগ। হামলায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল আজাদ, তরিকুল ইসলাম আজমাইন ও রবিউল ইসলাম আহত হন।
মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। পরবর্তীতে বাস মালিক সমিতি, সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশের সমঝোতার আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সানি বলেন, দুই সমিতির ভেতর মারামারি থামাতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা মার খেয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তা আটকে দেয়। পুলিশ, আর্মি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আমাদের শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। তিনি মিডিয়াকে বলেন, প্রশাসন আসার পর বাস ও আলফা মালিক সমিতি ডেকে এনেছি। পরবর্তীতে তারা সমঝোতার মাধ্যমে চিকিৎসাবাবদ ২৫ হাজার টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। ১০ হাজার টাকা সরাসরি দিয়েছে, আমরা লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের মো. আরিফের হাতে হস্তান্তর করেছি, বাকি টাকা পরবর্তীতে দেবে। যেহেতু এ বিষয়ে শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবেন, মামলা অথবা অভিযোগ দায়ের করেন আমরা তাদের সঙ্গে আছি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সমাধানে আমরা বৈঠকে বসেছি। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন