বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম
যারা ভোটের বিলম্ব করতে চান তাদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেন,হাসিনা পালিয়ে গিয়েছে, যত দ্রুত সম্ভব জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে অবিলম্বে নির্বাচনের আয়োজন করে জনগনের কাছে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। দেশের সকল সংকটের একমাত্র সমাধান জাতীয় নির্বাচন তাই নুন্যতম সংষ্কার করে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান তিনি।
ভোলায় সোমবার,১৭ ফেব্রুয়ারি বিএনপির কাউন্সিলে এ কথা বলেন স্বপন।
স্বপন এসময় বলেন,১৬ বছর পর্যন্ত শেখ হাসিনার নির্যাতন গ্রহণ করতে করতে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি ফ্যাসিবাদ হাসিনাকে উৎখাত করে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার শপথ নিয়েছিলাম। তাই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশ ও জাতি মুক্তি পাবে না বলেও মন্তব্য করেছেন স্বপন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রক্ষমতার টিকে থাকতে পুলিশ, বিজিবি ও র্যাব বাহিনীকে দখলে নিয়ে এমন কি পাবলিক সার্ভিস কমিশনের মত একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানকেও দলীয়করণ করেছিল। মুক্তিযোদ্ধা কোটার নামে বিভিন্ন কর্মকর্তা পদে নিয়োগ দেয়ার চেষ্টা করেছিলো। কিন্তু ছাত্র নেতারা মেধারভিত্তিতে চাকরি না দেওয়ার অভিযোগে সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন শুরু করলে আমরা সেই আন্দোলনকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থন দিয়েছি। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নেতৃত্বকে মেনে নিয়ে আন্দোলন করেছে।
ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: হায়দার আলী লেলিন, ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহমতুল্লাহ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এসময় ভোলার বিভিন্ন উপজেলার বিএনপির নেত্রীবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন