Advertise top
রাজনীতি

ঘোষণা দিয়ে ধানমন্ডি-৩২ নম্বর ভাঙচুর - অগ্নিসংযোগ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম    

ঘোষণা দিয়ে ধানমন্ডি-৩২ নম্বর ভাঙচুর - অগ্নিসংযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়ী । ছবি: অনলাইন

ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে বুধবার রাত ৮টার দিকে চলে ভাঙচুর।  

 

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার, ৫ ফেব্রুয়ারি রাতে ছাত্রসমাজের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দেওয়ার পরই এই ভাঙচুরের কর্মসূচি নেন তারা।

 

এরআগে বুধবার বিকালে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্য ফেইসবুকে ‘ধানমণ্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল’ ঘোষণা করেন।

 

জুলাই রেভল্যুশনারি অ্যানসার মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, ‘আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আছি। প্রতি মিনিটে শত শত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।

 

অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে।

 

সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, “হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।”

 

পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেইসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

 

এসব কর্মসূচির কারণে ধানমণ্ডি এলাকাল নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জিসানুল হক পৌন ৮টায় বলেন, “আমরা নিরাপত্তা বাড়িয়েছি।”

 

সেখানে অন্য কোনো বাহিনী আছে কী না জানতে চাইলে তিনি বলেন, “আপাতত এখানে শুধু পুলিশ আছে।”


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal