বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও তার ফ্যাসিবাদ যেকোনো রূপ, মত, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার, ৫ ফেব্রুয়ার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এই ছাত্রনেতা বলেন, আপনারা এখনও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন। ‘উনি (শেখ হাসিনা) হচ্ছে বাংলাদেশের কসাই। দুই হাজার মানুষকে শেখ হাসিনা শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে।’
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মিডিয়াতে কেন ফ্যাসিবাদী, খুনি হাসিনা লেখা যায় না? এটা যদি আপনারা না লেখেন বা বলেন তাহলে আমরা বলবো; আওয়ামী ফ্যাসিবাদী যে মিডিয়া কাঠামো ছিল, আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব- সেই মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে। তারা দেশ-জাতি ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সুশীলতাকে ছুঁড়ে ফেলে দিয়েছি বলে এই গণঅভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা চলবে না।
হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার । ৫ আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছি বলেন তিনি।
সূত্র: ইত্তেফাক
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন