Advertise top
বাংলাদেশ

পদ্মা সেতু পার হয়ে ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছালো ট্রেন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম    

পদ্মা সেতু পার হয়ে ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছালো ট্রেন

 

ঢাকা - ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে  বৃহস্পতিবার,৭ সেপ্টেম্বর। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০ টায় ট্রেনটি ছেড়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা রেল স্টেশনে পৌঁছায়।

 

বহুল কাঙ্ক্ষিত ট্রেনটির পরীক্ষামূলক এই যাত্রা পরিচালনা করছেন লোকোমোটিভ মাস্টার এনামুল হক ও সহকারী লোকোমোটিভ মাস্টার এম এ হোসেন।

 

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে আগামী ১০ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু হয়ে রেলপথ উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়েছেন। সেদিন একটি সুধী সমাবেশও অনুষ্ঠিত হবে।

 

২০২৪ সালের জুনে যশোর পর্যন্ত পুরো প্রকল্প উদ্বোধন হবে। এ বছর চালু হবে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত রেল চালুর লক্ষ্য ঠিক করেছে সরকার।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal