Advertise top
রাজনীতি

পিরোজপুরে ‘ছাত্রলীগের’ হামলায় ৩ শিবির কর্মী আহত

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ এএম    

পিরোজপুরে ‘ছাত্রলীগের’ হামলায় ৩ শিবির কর্মী আহত

পি‌রোজপু‌রের ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় ছাত্রশি‌বি‌রের তিন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন শিবির কর্মীরা। আহতরা হ‌লেন ত‌রিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)।

 

ইন্দুরকানী উপ‌জেলা ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, ‘শুক্রবার রাত সাড়ে নয়টার দি‌কে আমাদের সাংগঠ‌নিক কার্যক্রম শেষে বা‌ড়ি ফেরার প‌থে এই হামলা হয়। সারা দে‌শে মি‌ছিল করার জন‌্য প্রস্তু‌তি নি‌চ্ছে ছাত্রলী‌গের কর্মীরা, তারই অংশ হিসা‌বে এই উপ‌জেলায়ও মিছিল করার প্রস্তু‌তি নি‌চ্ছিল। আমা‌দের‌ কর্মীদের দে‌খে তারা দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে।’

 

আহত সাইদুল ইসলাম ব‌লেন, ‘রা‌তে আমা‌দের তিনজন‌কে পে‌য়ে হঠাৎ ক‌রে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায়। তারা এর আগে আমা‌দের‌কে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল।’

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হো‌সেন বলেন, ‘শুক্রবার রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অহতরা দাবি কর‌ছেন হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal