Advertise top
রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম    

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ববি শাখা ছাত্রদলের বিক্ষোভ । ছবি: বরিশাল নিউজ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৃহীত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। গত ২৯- জানুয়ারিতে কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞাপ্তির মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ৯ দিনের কর্মসূচি জানায়। তার বিপরীতে অবস্থান করে শুক্রবার, ৩১ জানুয়ারি বিক্ষোভ মিছিল করেছে ববি শাখা ছাত্রদলের কর্মীরা।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো. আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান, এ আরাফাত,আবুবকর রিফাত, ওসমান সাকিব, তুহিন মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. জাফর আলী মো. মিরাজ, আলভী, মো. রবিউল, ওসমান সাকিব, মো. সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন, রতন প্রমুখ।

 

তারা বলেন, ফেব্রুয়ারি মাসে এরকম কর্মসূচির মাধ্যমে তারা ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে, যা পুরোপুরি এই সরকারের ব্যর্থতা ।  তারা আরো বলেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal