Advertise top
রাজনীতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আ’লীগ- ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম    

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আ’লীগ- ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ । ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আগামী ১–১৮ ফেব্রুয়ারি আন্দোলন কর্মসূচির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

 

 ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে গতকাল বুধবার রাত ১০টার দিকে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেনের সঞ্চালনায় সমাবেশে তারা বলেন, অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ছাত্রলীগ যদি ক্যাম্পাসে কোনো কর্মসূচি দেওয়ার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।

 

তারা আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন তারা আবার দেশের রাজনীতিতে শামিল হওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু ছাত্র-জনতার রক্তের ওপর এই ফ্যাসিস্টদের আর কোনো উত্থান হতে দেওয়া হবে না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal