Advertise top
শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫.৬২%

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম    

এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫.৬২%
এমবিবিএস ভর্তি পরীক্ষা। প্রতীকী ছবি।

ব্যাচেলর অব মেডিসিন,ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার  ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৪৫.৬২ শতাংশ।

 

আজ রবিবার, ১৯ জানুয়ারি এই ফলাফল প্রকাশ করা হয়।

 

চলতি বছর সর্বমোট এক  লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে  মোট ৬০ হাজার ৯৫ জন সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন। উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৩৬ দশমিক ৮৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার  ৬৩ দশমিক ১৩ শতাংশ।

 

গত ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট এক লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র: বাসস


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal