বরিশাল নিউজ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪-২০২৫ । ১২ জানুয়ারি সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। এসময় উপাচার্য বলেন, খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী একটা বিষয়। খেলাধুলার মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শিখতে পারি। আমাদের চারপাশে ড্রাগসহ নানা খারাপ বিষয় রয়েছে। খেলাধুলা এ সকল খারাপ বিষয় থেকে দূরে থাকতে সহায়তা করে।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে এ ধরণের টুর্নামেন্ট আয়োজনের কোন বিকল্প নেই। এসময় উপাচার্য খেলাধুলাসহ যেকোন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. লোকমান।
এবারের আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৩টি বিভাগ ও ছাত্রী ইভেন্টে ৫ টি বিভাগ অংশগ্রহণ করবে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৩টি বিভাগ ও ছাত্রী ইভেন্টে ২২ টি বিভাগ অংশগ্রহণ করবে। এবারের আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৬ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন