Advertise top
খেলা

সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: সাঈদ আজমল

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম    

সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: সাঈদ আজমল
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আর হাসান ও পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আজমল

পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আজমল । ছিলেন এক দূর্বোধ্য স্পিনার । দেশে কিংবা দেশের বাইরে, প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়েই ছিলেন সাঈদ আজমল।

 

তবে তার ক্যারিয়ারটা টিকে ছিল মোটে সাত বছর।  একজন ক্রিকেটার তো বটেই, অফ-স্পিনারের জন্য ক্যারিয়ারটা ছিল আরও ছোটো।

 

আজমলের ক্যারিয়ারটা লম্বা হয়নি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে। খেলা থেকেই দূরে ছিলেন। পরে বোলিং অ্যাকশন পালটে যখন দলে আবার আসলেন, ততদিনে হারিয়ে ফেলেছেন নিজের সেই ক্ষুরধার বোলিংটাকে। এখনও আজমল বিশ্বাস করেন, তৃতীয় কোনো পক্ষের কারণেই তার অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।

 

২০১৫ সালের ২৪ই এপ্রিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলেছেন পাকিস্তানের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ২০১২ সালের এশিয়া কাপটাও জিতেছিলেন ঢাকার মাঠেই। খেলেছেন বিপিএলের শুরুর আসরগুলোতে। সেটাও ঢাকার জার্সিতে। অনেকগুলো বছর পর এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির মেন্টরের ভূমিকায় ফের এলেন সাঈদ আজমল।

 

বোলিং অ্যাকশন বিতর্কে আমাদের সাকিব আল হাসানের মতো নিষেধাঙ্গা পাওয়া এক ক্রিকেটার। এনিয়ে সাঈদ আজমলের সাথে ঢাকা পোস্টের সাক্ষাৎকারের অংশ বিশেষ পাঠকের জন্য তুলে ধরা হলো।

 

ঢাকা পোস্ট : আপনার বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক আছে। আইসিসি থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। সম্প্রতি সাকিব আল হাসানের বোলিংও প্রশ্নবিদ্ধ হলো...

 

অবশ্যই ন্যায়সঙ্গত কিছু না। আমার মতো ঠিক একই জিনিস সাকিব আল হাসানের সঙ্গে হয়েছে। সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৭ বছর ক্রিকেট খেলার পরে ইংলিশ ক্রিকেট তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে। কারও প্রশ্ন তোলার থাকলে শুরুতেই তোলা উচিত। এত বছরের পরীক্ষিত একজন খেলোয়াড়কে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া অন্যায়।

 

ঢাকা পোস্ট : বাংলাদেশের কোন ক্রিকেটারের সঙ্গে আপনার ভালো পরিচয় আছে?

 

সাকিব। সে আমার খুবই ভালো বন্ধু। আমরা একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি। প্রায় ৫ থেকে ৬ বছর আমরা একসঙ্গে খেলেছি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal