Advertise top
খেলা

পাকিস্তান সুপার লিগে নাম দিলেন সাকিব

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম    

পাকিস্তান সুপার লিগে নাম দিলেন সাকিব
পাকিস্তান সুপার লিগ লোগো

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম দিয়েছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের এবারের আসর। এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।

 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেও খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায়  দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যাচ্ছে এই অলরাউন্ডারকে। 

 

সম্প্রতি আবুধাবি টি-টেনে খেলেছেন সাকিব। আর সর্বশেষ লঙ্কা টি-টেনে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। দল পেলে পিএসএলেও দেখা যাবে সাকিবকে। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য নাম জমা দিয়েছেন তিনি।

 

পিএসএল কর্তৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে দেখা যাবে সাকিবের নামও। দল পেলে পাকিস্তানের এই লিগে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

 

এই লিগে নাম জমা দিয়েছেন বাংলাদেশকে থেকে মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে অন্যান্য দেশেরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান, ডেভিড মালান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal