Advertise top
খেলা

এশিয়া কাপ: শ্রীলঙ্কার সংগ্রহ ২৯১ রান

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম       

শ্রীলঙ্কা-আফগানিস্তান

 

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। কাল সুপার ফোরে পাকিস্তানের সাথে খেলবে বাংলাদেশ।

আর  আজ  সুপার ফোরে যাওয়ার লড়াই করছে বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কা। সেই লড়াইয়ে আরও আছে বাংলাদেশের কাছে হেরে যাওয়া আফগানিস্তান।

 

শ্রীলঙ্কা আজ  মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ২৯১ রান সংগ্রহ করেছে।  আফগানদের লক্ষ্য ২৯২ রান। 

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ভালো শুরুও পায় তারা। পাথুন নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন। করুনারত্নে ফিরে যান ৩২ রান করে। এরপর নিশাঙ্কা ফিরে যান ৪১ রান করে।

 

তিনে নামা কুশল মেন্ডিস দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন। তিনি ৮৪ বলের ইনিংসটি সাজান ছয়টি চার ও তিনটি ছক্কার শটে।

 

মিডল অর্ডারে চারিথা আশালঙ্কা ৩৬ রান করেন, লোয়ারে অর্ডারে দুনিথ ওয়েল্লালাগে ৩৩ রান করেন। মিডলে সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকারা ব্যর্থ হওয়ায় লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটে প্রত্যাশা মতো রান করতে পারেনি শ্রীলঙ্কা।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal