বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন,আমি কারো লুটপাটের দায়ভার নিবো না। কেউ কেউ আছে লুটপাট করে আমার বদনাম করতে চাইছে।
আমি দুইবার মন্ত্রী ছিলাম, ৬ বার এমপি ছিলাম, প্রয়োজনে আমি এমপি মন্ত্রী হবো না। কিন্তু কারো বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে যত বড় নেতাই হোক না কেন।
তিনি আরো বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোন বদনাম নিতে চাই না।
যতদিন জীবিত আছি সাধারণ মানুষের উপর যুলুম অত্যাচার হতে দিবনা। রবিবার, ২২ ডিসেম্বর তজুমদ্দিনে একদিনের সফরকালে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে মেজর হাফিজ এসব কথা বলেন।
উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ আঃ গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মোঃ সেলিম, ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল আহমেদ প্রমূখ। পরে মেজর হাফিজ শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আলমগীর খোকনের কবর জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন