Advertise top
বাংলাদেশ

বাংলাদেশে রবিবার আসছেন ফরাসি প্রেসিডেন্ট, অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ এএম    

বাংলাদেশে রবিবার আসছেন ফরাসি প্রেসিডেন্ট, অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী
ফ্রান্সের প্রেসিড�

 

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে আগামী রবিবার,  ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

 

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রায় ৩৩ বছর পর বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই বাংলাদেশ সফর।

 

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন এবং ফরাসি রাষ্ট্রপতির সম্মানে দেওয়া ভোজসভায় যোগ দেবেন।

 

দুই নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal