Advertise top
বাংলাদেশ

মিয়ানমার ৩ হাজার রোহিঙ্গাকে শিগগির ফেরত নিচ্ছে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ এএম    

মিয়ানমার ৩ হাজার রোহিঙ্গাকে শিগগির ফেরত নিচ্ছে
কক্সবাজারে রোহিঙ্�

 

মিয়ানমার কিছু রোহিঙ্গাকে প্রত্যাবাসন করতে রাজি হয়েছে এমন খবর দিয়েছে কুটনৈতিক সূত্র। বাংলাদেশ- মিয়ানমারের মহাপরিচালক পর্যায়ে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে পাইরট প্রকল্পের আওতায় শিগগিরই তারা কিছু রোহিঙ্গাকে তারা প্রত্যাবাসন করার সিদ্ধান্ত নিয়েছে। 

 

এর প্রথম ব্যাচে নিবন্ধিত তিন হাজার রোহিঙ্গাকে নেওয়ার কথা হয়েছে। দ্বিতীয় ধাপে পাঁচ হাজার এবং তার পরের ধাপে সাত হাজার রোহিঙ্গাকে তারা ফেরত নিতে পারে। যদিও এ সংখ্যক রোহিঙ্গাকেই যে তারা নির্দিষ্ট করে ফেরত নেবে, তা নিশ্চিত করে বলা ঠিক হবে না বলেও সূত্রটি জানায়।

 

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির ঢাকার পক্ষে নেতৃত্ব দেন। অন্যদিকে নেপিডোর প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক মহাপরিচালক এইউএনজিকে।

 

চীনের ভূমিকায় ২০১৭ সালের নভেম্বরে প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। ২০১৮ সালের নভেম্বরে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সে উদ্যোগটি ব্যর্থ হয়।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal