Advertise top
রাজনীতি

শ্রমিকলীগ নেতা মান্নার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম    

শ্রমিকলীগ নেতা মান্নার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলার আহ্বায়ক ও সিটি কাউন্সিলর এ কে এম মুরতজা আবেদীনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

 

বরিশাল প্রেসক্লাবের সোমবার, ৪ সেপ্টেম্বর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মোস্তফা লিখিত বক্তব্যে বলেন,তাদের নেতা অ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীন বরিশাল সিটি কর্পোরেশনে পরপর পাঁচ বার নির্বাচিত কাউন্সিলর।

 

রবিবার, ৩ সেপ্টেম্বর শ্রমিক লীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে নগরীর পোর্ট রোড সেটেলমেন্ট অফিসের সামনে তার উপর হামলা চালায়,তাকে  অশালীন ভাষায় গালাগালি করে তার লাইসেন্সকৃত পিস্তল ছিনতাইয়ের চেষ্টা করে মান্নাসহ তার সহযোগীরা।

 

মান্নাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি মান্না ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতা বশির আহম্মেদ ঝুনু বলেন, পুলিশ মুরতজার লাইসেন্স করা পিস্তল রেখে দিয়ে তাকে নিরাপত্তাহীনভাবে বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা আশা করেছিলাম তার নিরাপত্তার জন্য বাড়ি পর্যন্ত পুলিশ যাবে। আমরা এখন আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal