Advertise top
রাজনীতি

দেশের পরিস্থিতি এখন ‘ঘোলাটে’: মির্জা আব্বাস

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম    

 দেশের পরিস্থিতি এখন ‘ঘোলাটে’: মির্জা আব্বাস
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মির্জা আব্বাস।ছবি: সংগৃহীত

দেশের মানুষকে কোনো ধরনের ধোঁয়াশায় না রাখার পরামর্শ দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আগামী সংসদ নির্বাচনের দিন-তারিখ জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

এ সময় বিনা ভোটের সরকারকে বেশি দিন ‘মেনে নেওয়া হবে না’ বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 

মির্জা আব্বাস অন্তবর্তীকালীন সরকারকে বলেন, “জাতিকে ধোঁয়াশায় রাখবেন না। দেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত ১৬ বছরের বিনা ভোটের সরকারকে মানেনি, এখন এই সরকারকেও দীর্ঘদিন মানবে না।”

 

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা আব্বাস।

 

বর্তমানে দেশের পরিস্থিতি ‘ঘোলাটে’ বলে মন্তব্য করে মির্জা আব্বাসআরও বলেন, তার শঙ্কা আগামীতে তা আরও ‘ঘোলাটে হবে’।

 

আওয়ামী লীগ সরকার পতনের তিন মাসের মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো মামলা প্রত্যাহার হয়নি অভিযোগ করে আব্বাস বলেন, “অথচ আপনারা একটা অর্ডিন্যান্স জারি করে ২০০৭ সাল থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করে নিতে পারেন। কিন্তু সেটা করছেন না। হয়তো করবেন অথবা করবেন না।”

 

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশে বর্তমানে একটা ধোয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে। এই সরকার বেশি সময় থাকবে, না যথাসময়ে দায়িত্ব পালন করে চলে যাবে- বুঝতে পারছি না। আপনারা আমাদের সহযোগিতা চান কি না, সেটাও বুঝতে পারছি না।”

 

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal