বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন তাবিথ আউয়াল। তিনি নির্বাচনে দিনাজপুরের তৃণমূল সংগঠক আ ফ ম মিজানুর রহমান চৌধুরিকে ১২৩-৫ ভোটে পরাজিত করেন। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। অনুপস্থিত ছিলেন পাঁচ জন।
গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে এই পরিবর্তন আসলো।
২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর এবার সর্বোচ্চ পদে বসবেন তিনি।
আরও ১৯টি পদে ভোট হয়েছে শনিবার। ভোটের লড়াইয়ের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত হয়ে গেছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন