Advertise top
রাজনীতি

মঈন আব্দুল্লাহ ৫ দিনের রিমান্ডে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম    

 মঈন আব্দুল্লাহ ৫ দিনের রিমান্ডে
সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ। ফাইল ফটো।

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঈন আবদুল্লাহ বরিশালের গৌরনদী- আগৈলঝাড়া আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে । রাজধানীর গুলশান-২ থেকে শনিবার রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  শনিবার ২৬ অক্টোবর তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

 

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা কেন্দ্রীয় মহাসমাবেশকে পণ্ড করার জন্য আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত  হন।  নিহত হন যুবদল নেতা শামীম ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal