বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় জরুরী সভা করেছে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসন।
জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় বরিশাল জেলায় ৫৪১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যার প্রতিটি আশ্রয়কেন্দ্রে ৫০০ জন করে আশ্রয় নিতে পারবে। এছাড়া ৭৯৮ টি মাধ্যমিক, ১৫৯০ টি প্রার্থমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে। এছাড়া নগদ ১২ লক্ষ টাকা, ৫৬৯ মেক্ট্রিকটন চাল, শিশু খাদ্যের জন্য ৫ লক্ষ টাকা, গো খাদ্যের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জেলার ১০ টি উপজেলায় মেডিকেণ টিম প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও দুর্যোগ মোকাবেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) ৩২ হাজার স্বেচ্ছা সেবক, রেডক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে ৷ এর সাথে স্কাউট সদস্য ও বিএনসিসি সদস্যদের যুক্ত করার কথা বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন