বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:১২ পিএম
জেলায় ঘূর্নিঝড় দানার প্রভাবে ভোলায় মেঘনা, তেতুলিয়া, ইলিশা ও কালাবাদর নদী উত্তাল হয়ে উঠেছে। এরফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পাঁচ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে বুধবার বিকাল ৩টায় এ নির্দেশনা দেয়া হয়।
ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, হাতিয়া- ঢাকা, ভোলা- লক্ষ্মীপুর, ইলিশা- ঢাকা, ভোলা- আলেকজান্ডার, তজুমদ্দিন- মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া- মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে এ কর্মকর্তা উল্লেখ করেন।
এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব বুধবার সকাল থেকে জেলা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন