বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে বিচারক নূরুল আমিন তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে পুলিশ সাবেক প্রতিমন্ত্রীর কোন রিমান্ডের আবেদন করেনি। এতে আদালতে ক্ষোভ প্রকাশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
জাহিদ ফারুক শামীমের পক্ষে তার আইনজীবীরা কারাগারে ডিভিশনের আবেদন করলে বিচারক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
র্যাব গতকাল রবিবার সন্ধ্যায় তাকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে । গত ৪ আগস্ট বরিশাল নগরীতে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন