Advertise top
খেলা

শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট বন্ধ

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম     আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট বন্ধ

 

এশিয়া কাপ ঘিরে সারা দুনিয়ার ক্রিকেট প্রেমিদের চোখ যখন শ্রীলঙ্কায়, তখন শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট বন্ধের খবরে অবাক সবাই।

 

কাঠামো পুনর্গঠনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হওয়ায় সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টুর্নামেন্ট চালু করার ক্ষমতা এখন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের হাতে।

 

এসএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘বোর্ড পরিচালিত সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান মেজর ক্লাব তিন দিনের টুর্নামেন্ট এবং ‘বি’ স্তরের আমন্ত্রণমূলক ক্লাব তিন দিনের টুর্নামেন্টও এর আওতাধীন।’

 

 এরআগে ২০২১ সালে এ অবস্থার সৃষ্টি হয়েছিল। সে বছরও ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন নিয়ে বোর্ডে অভ্যন্তরীণ ঝামেলা হয়েছিল।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal