বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এই ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তোপখানা রোডসহ দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গেয়েছেন উদীচীর শিল্পী ও কর্মীরা। সঙ্গে যোগ দেন অগণিত সাধারণ মানুষ। শুক্রবার সারা দেশে একযোগে লাখ মানুষের অন্তর থেকে বের হয়ে আসে- ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি’।
এদিন সকালে তোপখানায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান।
তিনি বলেন, ‘জাতীয় পতাকা, জাতীয় সংগীত কারও দানে পাওয়া না। এটা আমরা অর্জন করেছি ত্রিশ লাখ শহিদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। তাই উদীচী সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের কর্মসূচি পালন করছে। প্রয়োজন হলে অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বা ব্যক্তিকে একত্রিত করে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’
উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক পটপরিবর্তনের পর একটা স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠী জাতীয় সংগীত, জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। উদীচী এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছে।’
তিনি বলেন, ‘কেউ কেউ জাতীয় পতাকা, জাতীয় সংগীতের পাশাপাশি সংবিধানকে পরিবর্তনের কথা বলছেন। সময় পরিক্রমায় সংবিধানে নতুন কিছু ধারা যুক্ত হতে পারে। কিন্তু যারা এটিকে পরিবর্তন বা পুনর্লিখনের কথা বলছেন, আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
এই সমাবেশ এবং জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে জাতীয় সংগীত পরিবেশন ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর গণসংগীত- পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মাগো ভাবনা কেন এবং তীরহারা এই ঢেউয়ের সাগর পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন