Advertise top
শিক্ষা

রাজনীতি ছাড়লেন ববি উপাচার্য!

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ আগষ্ট ২০২৪, ১০:৪৪ পিএম    

রাজনীতি ছাড়লেন ববি উপাচার্য!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়তে উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এজন্য তিনি নিজেকে সব ধরনের রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ড থেকে প্রত্যাহার করে নিয়েছেন। শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

সোমবার,১৯ আগস্ট সকালে জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক ইমেইল এসব কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত ১১ আগস্ট অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

 

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal