বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগষ্ট ২০২৪, ১১:১৫ পিএম
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে স্কোয়াডে রাখা হয়েছে। জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, মেধা ও অভিজ্ঞতার কারণেই সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্ত।
এ বছর বাংলাদেশ দলের সূচিতে থাকা আট টেস্টের সব ক’টিতেই অভিজ্ঞ এ অলরাউন্ডারকে পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।
শেষ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মাঠের ক্রিকেটের বাইরেও সাকিবকে নিয়ে রয়েছে অন্য দুশ্চিন্তা। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাস্ট্রে অবস্থান করছেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে লিপু বলেন,‘ বর্তমান অবস্থা নিয়ে অবশ্যই আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ একজন খেলোয়াড় সাকিব। সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে আমরা মূলত তার মেধার ভিত্তিতেই তাকে দল রেখেছি।’
‘তার পারফরমেন্সই তার সম্পর্কে বলে দেয়। ক্রিকেটের বিভিন্ন ভার্সন এবং বিভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার তার ক্ষমতা অতুলনীয়। পাকিস্তানের বিপক্ষেও তার রেকর্ড দুর্দান্ত এবং এখানে সত্যকে অস্বীকার করা যায় না।’
লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে। মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদও দলে ফিরেছেন। অবশ্য তাসকিন কেবলমাত্র দ্বিতীয় টেস্ট খেলবেন। গত মার্চে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে দলে থাকা ব্যাটার শাহাদাত হোসেন দিপু বাদ পড়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত ছিলেন সাকিব। ক্রিকেট বোর্ড থেকে তাকে দেওয়া অনাপত্তি পত্রের মেয়াদ শেষ হচ্ছে আজ ১২ আগস্ট । দেশের বর্তমান পরিস্থিতির কারণেই এখানে আনুষ্ঠানিক কোন অনুশীলন ছিলনা। নির্ধারিত সূচির চার দিন আগেই আজ লাহোরের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেছে দল। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ১৭ আগস্ট যাওয়ার আগে ১৪-১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম এবং করাচিতে ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট।
১৫ আগস্টের আগেই সাকিব দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানান আশরাফ।
বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বলেন,‘দেশের বাইরে থাকাকালে সাকিবের সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগ ছিল। দেশের বাইরে কোন খেলোয়াড় থাকলে তার সাথে নিয়মিত যোগায়োগ রাখ একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি শরিফুলের সঙ্গেও কথা বলেছি।’
তিনি আরো বলেন,‘ আমরা যতদূর জানি ১৪ অথবা ১৫ আগস্ট সাকিব পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবে এবং বিষয়টি লজিস্টিক ডিপার্টমেন্ট দেবে।’
সূত্র:বাসস
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন