Advertise top
খেলা

২০২৭ সালের এশিয়া কাপ আয়োজক বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম    

২০২৭ সালের এশিয়া কাপ আয়োজক বাংলাদেশ
ছবি: এসিসি

বাংলাদেশ ২০২৭ সালে এশিয়া কাপ আয়োজন করবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশে এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। এছাড়া ২০২৫ সালে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

 

সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারণ করা হয়। ২০২৫ ও ২০২৭ সালের এশিয়া কাপের ফরম্যাটও সেভাবে করা হয়েছে। ২০২৩ সালে সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলংকা ও পাকিস্তান। 

 

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলংকা।

 

২০২৫ ও ২০২৭ সালের এশিয়া কাপে খেলবে ৬টি দেশ। টেস্ট খেলুড়ে ৫টি দেশ ছাড়াবাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে। সম্প্রতি শ্রীলংকায় এসিসির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

 

এশিয়া কাপে ভারত আটবার, শ্রীলংকার ছয়বার ও পাকিস্তান দুবার শিরোপা জিতেছে। বাংলাদেশ তিনবারের রানার্সআপ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal