বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের বিশেষ ছাত্র সমাবেশ হবে আজ শুক্রবার বিকালে। জাতীয় শোক দিবস উপলক্ষে এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সমাবেশে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী সমবেত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নেওয়া ইউনিটকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়াও এ ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবে বলেও জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
এ কারনে এই সমাগমকে নির্বাচনের আগে নিজেদের সক্ষমতা জানান দেওয়ার কৌশল বলা হচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এ সমাবেশ ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে এ তরুণদের শক্তির ওপর ভিত্তি করে বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনা নিরঙ্কুশ বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের সঙ্গে ছাত্র সমাজ আপসহীন জায়গায় রয়েছে।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘শুক্রবারের ছাত্র সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা বার্তা দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলীয়ান থাকব। একই সঙ্গে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদিদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্রসমাজে নেই।’ তিনি আরো বলেন, ‘এটি ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই। দেশের ৫ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে। আগামী নির্বাচনে এই তরুণদের শক্তির ওপর ভিত্তি করে শেখ হাসিনা নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের ব্যাপারে আজকের ছাত্রসমাজ আপসহীন জায়গায় রয়েছে।’ সব প্রগতিশীল ছাত্র সংগঠন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা প্রগতিশীল রাজনীতিচর্চা করে এমন ছাত্র সংগঠনকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনা ও নৌকার কোনো বিকল্প নেই। এই প্রশ্নে ছাত্রসমাজ, তরুণসমাজ আজ এক ও ঐক্যবদ্ধ।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন