Advertise top
রাজনীতি

কুবি ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ এবং প্রতিক্রিয়া

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:৩৫ পিএম       

কুবি ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ এবং প্রতিক্রিয়া
নুসরাত জাহান সৌরভী

কোটা বিরোধী আন্দোলন করা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সংগঠন থেকে পদত্যাগ করেছেন কুবি ছাত্রলীগের এক নেত্রী। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রী নুসরাত জাহান সৌরভী ফেসবুকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

 

সৌরভী কুবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন- ‘নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে, আমি এমন একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম।’


 

তার এই পোস্টের পর প্রতিক্রিয়া এসেছে ফেসবুকে। একজন লিখেছেন, “তোমরা ইতিহাস খ্যাত মিরজাফর খন্দকার মোসতাকের উত্তরসূরী,ছাত্র লীগ তোমাদের চিনতে ভুল করেছে।তোমারা সঠিক বাপের ব্যাটা বেটির কাজটিই করেছো। ধন্যবাদ তোমাদের। সরকারকে শক্ত হাতে স্বাধীনতার অপশক্তিকে দমন করার আহবান করছি।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal