Advertise top
বাংলাদেশ

সদরঘাট লঞ্চ টার্মিনালে ১০ টাকা প্রবেশ ফি বন্ধে হাইকোর্টের রুল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৩, ১০:০৮ পিএম     আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম

সদরঘাট লঞ্চ টার্মিনালে ১০ টাকা প্রবেশ ফি বন্ধে হাইকোর্টের রুল

 

সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে  হাইকোর্ট রুল জারি করেছেন।

 

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ  বৃহস্পতিবার, ৩১ আগস্ট এ রুল জারি করেন।

 

নৌ-পরিবহন সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম।

 

অ্যাডভোকেট মো. মোকছেদ আলী বলেন, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না সেহেতু আমরা মনে করি এটা একটা নীরব চাঁদাবাজি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

 

গত ২৫ জুন এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal