Advertise top
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:৫৩ পিএম    

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সোমবার, ১৫ জুলাই বিকাল থেকে সংঘর্ষের পর সন্ধ্যা ৭টার দিকে দোয়েল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এতে শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যাদের অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। অনেকে এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal