Advertise top
খেলা

এশিয়া কাপের যত পরিসংখ্যান

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৩, ১২:০৮ এএম    

এশিয়া কাপের যত পরিসংখ্যান

শুরু হল এশিয়া কাপের ১৬ তম আসর। এবারের আসরে অংশগ্রহন করছে ছয় দেশ। ৩০ আগস্ট থেকে শুরু এই খেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। 

 

দুই গ্রুপে ভাগ হয়ে ছয় দল প্রথম রাউন্ডের ম‌্যাচ খেলবে। গ্রুপপর্ব থেকে সুপার ফোরে যাবে দুটি করে দল। সুপার ফোরে প্রত‌্যেকে একটি করে ম‌্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই খেলবে ফাইনাল।

 

পাকিস্তান প্রতিযোগিতার আয়োজক হলেও সে দেশে খেলতে ভারত আপত্তি জানানোর কারনে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে এবারের ম‌্যাচগুলো।

 

বিশ্ব কাপকে সামনে রেখে এবারের আসরের ফরম্যাট সাজানো হয়েছে পঞ্চাশ ওভারে। এশিয়া কাপের আগের ১৫ আসরের মধ্যে দুটি হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে। বাকি ১৩টি ছিল ওয়ানডে সংস্করণের।

 

কেমন ছিল এশিয়া কাপের সেই রেকর্ড?

 

সব চেয়ে বেশি চ‌্যাম্পিয়ন

এশিয়া কাপে সর্বোচ্চ ৬ বার চ‌্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্রীলঙ্কা দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এবং পাকিস্তান ২ বার শিরোপা জিতেছে।

 

সর্বোচ্চ রান

পাকিস্তান এশিয়া কাপে সর্বোচ্চ রান তুলেছে। ২০১০ সালে ডাম্বুলাতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ৩৮৫ রান করেছিল পাকিস্তান।

 

সর্বনিম্ন রান

২০০০ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

 

এক ম্যাচে সর্বোচ্চ রান

মিরপুরে ২০১২ সালে ভারত-পাকিস্তান মিলে করেছিল ৬৫৯ রান। 

 

১০ উইকেটে জয়

এশিয়া কাপে ১০ উইকেটে জয় আছে তিনটি। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এই  জয় পায়।

 

সর্বোচ্চ রান সংগ্রাহক

এশিয়া কাপে ২৫ ম‌্যাচে ২৪ ইনিংসে ১২২০ রান করেছেন সনৎ জয়াসুরিয়া। ৬ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে তার গড় রান ৫৩.০৪।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal