Advertise top
খেলা

বাংলাদেশ করলো ১৪৬/৮, ৫০ রানে জয়ী ভারত

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৮:২৯ পিএম     আপডেট : ২২ জুন ২০২৪, ১১:৫৮ পিএম

টস জিতেছে বাংলাদেশ,ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ
ব্যাট করছে বাংলাদেশ

বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করেছে ১৪৬ রান। ফলাফল:  ৫০ রানে জয়ী ভারত।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১৯৬/ ৫, ওভার ২০।

বাংলাদেশ ১৪৬/৮, ওভার ২০।

 বাংলাদেশ: ১৪৬/৮, ১৯.৫।।  ১৩৮/৭, ১৮.৩।।  ১১০/৬, ১৬.১।।  ১০৯/৫, ১৫.৩।। ৯৮/৪, ১৩.৩ ওভার।।  ৮০/৩, ১২ ওভার।।  ৩৫/১, ৪.৩ ওভার।।

 

১৯৭ টার্গেটে খেলছে বাংলাদেশ

৩২ বলে ৪০ রান করে আউট হলেন অধিনায়ক শান্ত। বাংলাদেশ ১০৯/৫। 

 

১০০/৪, ওভার ১৪। 

 

হার্দিককে ছক্কা মেরে পরের বলেই আউট লিটন। বাংলাদেশ ৩৫/১। 

 

শান্তদের টার্গেট ১৯৭

টসের সময় নাজমুল হোসেন বলেছিলেন, এ পিচে ১৫০-১৬০ রানের স্কোর ভালো। কিন্তু ভারত করেছে ১৯৬ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। এখন শান্তদের করতে হবে ১৯৭ রান।

 

পান্ডিয়ার ৫০*,  ভারতের সংগ্রহ  ১৯৬/৫

রোহিত ১১ বলে ২৩, কোহলি ২৮ বলে ৩৭,সূর্য কুমার, ঋষভ ২৪ বলে ৩৬ ও দুবে ২৪ বলে ৩৪ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন তানজীম ও রিশাদ। ৪ ওভারে ৪৮ রান দেন মোস্তাফিজ, ছিলেন উইকেট শূন্য। সাকিব ৩ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট। দুই অফ স্পিনার মাহমুদউল্লাহ ও মেহেদীর ৬ ওভারে এসেছে ৩৬ রান।

 

মুস্তাফিজের ৪ ওভার

৪ ওভার শেষে মুস্তাফিজ দিয়েছেন ৪৮ রান। কোন উইকেট পাননি। শেষ ওভারে মুস্তাফিজ অতিরিক্ত দিয়েছেন ফ্রি হিট থেকে ৪ রান, ওয়াইড থেকে ২ রান , সব মিলিয়ে ১৮ রান। ইনিংসের শেষ বলে মুস্তাফিজকে চার মেরে ফিফটি পূর্ণ করেন পান্ডিয়া। ২৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া।

 

রিশাদের শিকার দুবে

রিশাদ তৃতীয় ওভারে এসে নিলেন দ্বিতীয় উইকেট। এবার আউট শিবাম দুবে। ২৪ বলে ৩৪ রান করে বোল্ড হন তিনি। রিশাদ ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট।

 

ঋষভ ঝড় থামালেন রিশাদ,   ভারত ১০৮/৪

ঋষভ পান্ত (উইকেটরক্ষক) শেষ ৮ বলে করেছিলেন ২৪ রান। মোস্তাফিজের পর চড়াও হয়েছিলেন রিশাদের ওপর। ছক্কার পর মেরেছিলেন চার। এরপর রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ডে ক্যাচ গেছে তানজিমের হাতে। মহাগুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর রিশাদের উদ্‌যাপন, ‘কাম অন!’ বলতেই হবে, দারুণভাবে স্নায়ু ধরে রেখেছেন তিনি।

 

তানজিমের আরো ১টি উইকেট, ভারত ৭৭/৩

তানজিম তোপে এবার বোল্ড সূর্য কুমার।  নবম ওভারের প্রথম ও তৃতীয় বলে  তানজিম পরপর ফেরান কোহলি ও সূর্য কুমারকে।  

তানজিম সাকিব ফিরালেন কোহলিকে ,  ভারত ৭১/২ । কোহলি ২৮ বলে করেন  ৩৭ রান।

 

পাওয়ারপ্লেতে ৫৩/১

সিমের ওপর হাত ঘুরিয়ে করেছিলেন মোস্তাফিজুর। টেনে ওয়াইড লং অনের ওপর দিয়ে ছক্কা মেরেছেন কোহলি। পাওয়ারপ্লের শেষটাও ভারতের জন্য হলো ইতিবাচক, মোস্তাফিজের প্রথম ও ইনিংসের ষষ্ঠ ওভারে এসেছে ১১ রান। সর্বশেষ ওভারে ৩ রান দিয়েছিলেন মেহেদী। ফিফটি পেরিয়ে গেছে ভারত, ৬ ওভারে ৫৩/১।

 

সাকিবের ৫০ উইকেট
ভারত অধিনায়ক রোহিতের উইকেটের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন সাকিব আল হাসান।

 

সাকিব নিলেন রোহিতের উইকেট

প্রথম ওভারে ১৫ রান দেন সাকিব। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দেন ১০ রান। এরপর লেংথ কমিয়ে আনলেন। জায়গা বানিয়ে খেলতে গিয়ে খাড়া ওপরে তোলেন রোহিত। মিড অফে ক্যাচটি নিয়েছেন জাকের আলী। ৩৯ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।

সাকিব ২৫/ ১, রোহিত ২৩/ ১১

 

টস জিতেছে বাংলাদেশ, ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের উপস্থিতিতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ মাঠে আগে খেলা তাঁদের বাড়তি সুবিধা দেবে বলেও মনে করেন তিনি। উইকেটে দেখে ১৫০-১৬০ রানের স্কোরকে ভালো বলেছেন তিনি।

একাদশে একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলের সহ-অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদের জায়গায় ফেরানো হয়েছে জাকের আলীকে।

 

আজ  সেমি ফাইনালের ভাগ্য নির্ধারণ

ভারতকে আজ  হারাতে হবে, না পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। অ্যান্টিগায় কার মুখে হাসি ফুটবে? রোহিত শর্মার ভারত নাকি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের?

 

মুখোমুখি বাংলাদেশ-ভারত 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-ভারত। গ্রুপ ওয়ান থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে দুই দল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে ম্যাচ। 

 

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।


ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক ), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal